Skip to main content

শব্দ

আমরা মৃত্যুর পর হারিয়ে যাই

তিনি

যাঁকে আমি খুঁজে পাই

হায়া

 

কারণ আর কিছু না

নিজে শূন্য হয়ে

 

আগুনে পুড়ে মরত। যে বাঁচালো সে তাকে নিয়ে নদীতে। নৌকায়। বলে ডুবিয়ে মারতে পারি চাইলেই।

এবার?

 

দুর্বল ঘাসের উপর

বাঙময়

 

তার খাট, সাদা চাদর, মালা, ধূপের গন্ধ

Subscribe to কবিতা