Skip to main content

বৈঠা তোমার হাতে

বৈঠা তোমার হাতে
     তা বলে, জোয়ার-ভাঁটা তো নয়!

বারবার আসার অজুহাত

বারবার আসার অজুহাত দিতে পারব না
আমার বর্ষা বিনা নিম্নচাপেও আসে

কিছু বুঝেছিলাম

কিছু বুঝেছিলাম
কিছু বুঝিনি

তবু যেন সবটাই বুঝেছিলাম

চেয়েছিলাম

তোমাকে প্রতিধ্বনিতে চাইনি
       প্রতিধ্বনিত হতে চেয়েছিলাম

আলো ছায়া

আলো ছায়ার এই জাল
মহাশূন্যের আঙিনায় আঁকা ছক
               খেলছে মহাকাল

(ছবিঃ দেবাশীষ বোস)

জানো না

তুমি শূন্যতা দেখো, আমি দেখি আকাশ।
এত ভয় কেন তোমার? জানো না -
       আকাশের নিলাম হয় না!

ভোলেনি

ধুলো ভুলেছে। রাস্তা ভুলেছে।

     ভোলেনি মনের কৃষ্ণপক্ষ।

            আর মাড়িয়ে আসা কৃষ্ণচূড়া।

Subscribe to পরমাণু কবিতা