Skip to main content

স্লেট

এক সময় মনে হত শুধু লেখাগুলো মুছে ফেললেই হবে।

 

অথচ

তুমি, কবিতাকে ভাবো কল্পনা। অলীক। মিথ্যা মুষ্টিভিক্ষা। 
অথচ 

তোমার লোভকে ভাব বাস্তব। সত্য। শুধু সময় আর সুযোগের যেন অপেক্ষা।

চুপ

এত কোলাহল

এও তো চুপ করে থাকা

পাখি ভালোবাসো বলে

পাখি ভালোবাসো বলে
     খাঁচা হতে গেলে কেন?

আকাশ হতে 
কে বারণ করেছিল তোমায়?

যার মুখোমুখি

সামনে তো সবারই
   জানে শুধু সে-ই
...

ধৈর্য

ফাঁসিতে ঝুলিয়ে

   ফাঁসুড়েও অপেক্ষা করে
...

এমনই

এমনই ভাবে ভীষণ
এমনই ভাবে অকারণ
...

পরিচয়

মনের আঁধার দিকে, রাতের বেলায় দিন হয়
...
Subscribe to পরমাণু কবিতা