Skip to main content

 

মানুষ যদি কোনোদিন নিরীক্ষণ করতে পারে তার মস্তিষ্কের রসায়ানাগারে কী জটিল কৌশলে "মত" সৃষ্টি হয় তবে জীবনের বহুবিধ সমস্যা থেকে আপনিই অনায়াসে সে মুক্ত হয়। জীবন নিজে জটিল কিছু নয়। কিন্তু তাকে জটিল বানিয়ে রাখে আমাদের লক্ষ লক্ষ সিদ্ধান্ত /মত / দৃষ্টিভঙ্গি /পছন্দ ইত্যাদি। কী কৌশলে যে তারা নির্মিত হয় সে এক রহস্য, যে একে জানতে পেরে, এর পারে যেতে পেরেছে সে-ই পেয়েছে স্থায়ী শান্তির একান্ত অনুভব।

হিপোক্রেটিস বলতেন, জগতে দুটোই জিনিস আছে, একটা বিজ্ঞান, যা জ্ঞান। দুই মত, যা অজ্ঞান।

দুই-ই জিনিস আছে, এক মতামত, যা নেই কিন্তু আছের মত আছে। আর দুই, যা বলা যায় না। যে আছে, কিন্তু নেই হয়ে আছে।