Skip to main content

নইলে যে

হয়ত তুমি ফুলের মরসুমে জম্মাও নি
গত মরসুমের কয়েকটা শুকনো পাপড়ি
    প্রাণহীন কিছু শিকড়ই পেয়েছ হাতে
...

আরাম

মানুষের হিংসার দলিল
   সংগ্রহ করে কি হবে?
...

মিথ্যা

ঈর্ষা দরজায় নাড়া দিল।

দরজা খুলে বাইরে এলাম।
...

আমি তাদের মত

যারা নিজের কথার 
   কুয়াশায় নিজে ভিজে
নিজেই গা মুছে 
   রোদ্দুরে দাঁড়ায়
...

বুঝতে চাইছে

তুমি পাপড়ি ঝরা
   শূন্য হৃদয় বৃতি দেখেছ?
আকাশের দিকে তাকিয়ে আছে
        বোকার মত, অপ্রস্তুত
...

নৈর্ব্যক্তিক

তখন দৈনন্দিন সূর্যাস্তের সময়
পুবের অন্ধকার 
...

শহরটা

শহরটা তেমনই জীবন্ত
   স্মৃতি নয়, এই তো দাঁড়িয়ে সামনে
        যে সময় হারানো 
...

৩রা জানুয়ারি

সেদিন ৩রা জানুয়ারি সকাল
গঙ্গার ঘাটে কত লোক
...

তবুও আমি আস্তিক


তবুও আমি আস্তিক

যদিও আত্মার অমরত্বে বিশ্বাস রাখি না
বিশ্বাস রাখি ভালোবাসায়

তবুও আমি আস্তিক

যদিও কোনো মানুষের অবতারত্বে বিশ্বাস রাখি না
বিশ্বাস রাখি মহত্বে

তবুও আমি আস্তিক

যদিও মুক্তি কিম্বা নির্বাণ - অর্থহীন আমার বোধে
বিশ্বাস রাখি সাতরঙে, সাতসুরে

তবুও আমি আস্তিক

Subscribe to কবিতা