Skip to main content

কে বলল গো?

সময় বলল
সমাজ বলল
বাজার বলল
হিসাব বলল
...

উঠে যেও না

আরো কিছুক্ষণ যদি তোমার পাশে বসতে পারতাম
আরো কিছুক্ষণ যদি সব কিছু এমনই নিঃশব্দ থাকত
আরো কিছুক্ষণ যদি তোমার দিকে মুখ ফিরিয়ে থাকতাম
...

যদি ফিরে আসে

মাঝে মাঝে মনে হয়
  বুকের মধ্যে ডিমের কুসুমের মত
        একজন ঈশ্বর থাকলে ভালোই হত
...

সময়

সময় বলেছে আর্দ্র হও
    শিশির ভেজা মাঠের মত
...

দেখে নিও

মৃত্যুর জন্য 
      আমি একলাই যথেষ্ট
...

কেউ আসার নেই

দরজার পাল্লাদুটো ঘুমাচ্ছে
     একে অপরকে জড়িয়ে
        অনেকদিন হল অঘোষিত বার্তা -
            কেউ আসার নেই
...

কোকুন

অনেকেই তো শ্বাস নিচ্ছে, তুমি আর শ্বাস টেনে কি করবা?
     এই কথাটার যেমন কোনো মানে হয় না
তেমনই, অনেকেই তো প্রেমের কবিতা লিখেছে
...

বললাম, হুস!

মইটা এনে বলল, চড়ো
বললাম, কেন?
বলল, বাহ রে! তোমার বাগানের ফুল নিয়ে ছাদে সাজাবে না? লোকে দেখবে যে!
বললাম, ফুলের খবর তো মৌমাছির, প্রজাপতির। লোকের কথা আসছে কেন?
...

তাড়া নেই আমার

জল ঘোলা করছ
করো
ক্লান্ত হবে এক সময়
...
Subscribe to কবিতা