সৌরভ ভট্টাচার্য 3 July 2018 সেদিন যখন আকাশ জুড়ে মেঘ তখন আমি নিশ্চল আমার মধ্যখানে যে একা সেদিন সে উতলা বাতাসে চঞ্চল তখন কোথায় তুমি? আজ দিগন্ত ঢাকা ছায়ামল্লার তানে একাই এসো, মৃত্যুর মত অশ্রুকণায় সুর বাঁধা আছে গীতগোবিন্দ প্রাণে (ছবিঃ সুমন) Category কবিতা Log in or register to post comments4 views