নীলে ডোবানো
সৌরভ ভট্টাচার্য
1 July 2016
মানুষ মাত্রেই উভচর
সৌরভ ভট্টাচার্য
21 June 2016
মানুষ মাত্রেই উভচর
তুমিই শুধু না,
সময়ে সময়ে আমিও জেনো গুপ্তচর
বাধ্য না গো
সৌরভ ভট্টাচার্য
9 June 2016
বাধ্য না গো
উদ্বোধিত হই
খণ্ডিত না
অখণ্ডিতই রই
অপেক্ষায়
সৌরভ ভট্টাচার্য
6 June 2016
বরফের নীচে
সৌরভ ভট্টাচার্য
3 June 2016
বরফের নীচে মৃত মাছের শরীরকে তাজিয়ে রাখার কৌশল
কথার উষ্ণ তাপে মৃত ভালবাসাকে তাজিয়ে রাখার অভিনয়
দৃষ্টি মণিতে বাধা হয়ে আসে জল
সৌরভ ভট্টাচার্য
20 May 2016
স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখো
সৌরভ ভট্টাচার্য
20 May 2016
স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখো
না হলে আকাশ থাকবে মাথার উপর
ওড়ার জন্য ডানা থাকবে না
অবশেষে বুক চিরল
সৌরভ ভট্টাচার্য
18 May 2016
জাতিস্মর মৃত্যুঞ্জয়
সৌরভ ভট্টাচার্য
18 May 2016
তোমার গায়ের গন্ধে - আমি জাতিস্মর
তোমার হাতের স্পর্শে - আমি মৃত্যুঞ্জয়
তুমি কোন দিকে দাঁড়িয়ে
সৌরভ ভট্টাচার্য
17 May 2016
তুমি কোন দিকে দাঁড়িয়ে?
আমার ছায়া জিজ্ঞাসা করেছিল আমায়
আজ আমি জিজ্ঞাসা করছি তোমায়