পড়শির নামে তোমার বানান খুঁজছিলাম
সৌরভ ভট্টাচার্য
4 August 2017
অনেকবার ভুল বানান লেখার পর বুঝলাম,
পড়শির নামে তোমার বানান খুঁজছিলাম
বৈঠা তোমার হাতে
সৌরভ ভট্টাচার্য
3 August 2017
বৈঠা তোমার হাতে
তা বলে, জোয়ার-ভাঁটা তো নয়!
বারবার আসার অজুহাত
সৌরভ ভট্টাচার্য
1 August 2017
বারবার আসার অজুহাত দিতে পারব না
আমার বর্ষা বিনা নিম্নচাপেও আসে
কিছু বুঝেছিলাম
সৌরভ ভট্টাচার্য
26 July 2017
কিছু বুঝেছিলাম
কিছু বুঝিনি
তবু যেন সবটাই বুঝেছিলাম
চেয়েছিলাম
সৌরভ ভট্টাচার্য
20 July 2017
তোমাকে প্রতিধ্বনিতে চাইনি
প্রতিধ্বনিত হতে চেয়েছিলাম
ঈর্ষার স্মৃতি হয় না
সৌরভ ভট্টাচার্য
15 June 2017
ঈর্ষার কোনো স্মৃতি হয় না
আগুন যেমন পুড়িয়েও মনে রাখে না
আগুন যেমন পুড়িয়েও মনে রাখে না
আলো ছায়া
সৌরভ ভট্টাচার্য
26 May 2017
জানো না
সৌরভ ভট্টাচার্য
15 May 2017
তুমি শূন্যতা দেখো, আমি দেখি আকাশ।
এত ভয় কেন তোমার? জানো না -
আকাশের নিলাম হয় না!
পাঞ্জাবীর ছেঁড়া বোতামঘর
সৌরভ ভট্টাচার্য
29 March 2017
পাঞ্জাবীর ছেঁড়া বোতামঘর
থমকে থাকা সময়
...
থমকে থাকা সময়
...
ভোলেনি
সৌরভ ভট্টাচার্য
14 March 2017
ধুলো ভুলেছে। রাস্তা ভুলেছে।
ভোলেনি মনের কৃষ্ণপক্ষ।
আর মাড়িয়ে আসা কৃষ্ণচূড়া।
ভোলেনি মনের কৃষ্ণপক্ষ।
আর মাড়িয়ে আসা কৃষ্ণচূড়া।