Skip to main content

খিল ছিল কি?

ভিজে শব্দগুলো 
    ছাদে শুকিয়ে নেওয়ার কথা ছিল
      রোদও উঠেছিল ভালোই 
...

সহজ দর্শন

মৃত্যুর কাছে আমার কোনো কৈফিয়ৎ নেই
না তো মৃত্যুর আমার কাছে
...

তুমি আমার মগ্নতা

তুমি আগুন নিয়ে বাঁচো
    আমি আগুন ছেড়েছি অনেক কাল
...

শেষ আরতি

বাইশে শ্রাবণ তো ইতিহাসের

  আমি তো শুনি

চিরনূতনের ডাক
        পঁচিশে বৈশাখ
...

মুখোমুখি

রোজ রোজ আরো অস্পষ্ট হচ্ছি
রোজ হচ্ছি আরো অস্বচ্ছ
প্রতিদিন সবাইকে বলছি
...

তবু থেকো

আবর্জনার স্তূপে পড়ে থাকা ভাঙা কাঁচে
  মহাকাশের নক্ষত্রের প্রতিফলন দেখেছি
...

এ মাটি

তোমার মত আমিও দেখছি

বদলে যাওয়া মুখ
বদলে যাওয়া স্লোগান
...

অবিচল

দড়ি খুলে দাও। ভেসে যাক।
  ফেরার হলে ফিরবেই
     অন্যথায় 
...

শুনছেন

- নাচছে না কেন?
- কেন নাচব?
- বা রে, এতবড় মিউজিক সিস্টেম চলছে শুনছেন না?... কালা?
...

অন্ধ যেন না দেখায় পথ

একদিন উদগীত হয়েছিল 
 
দুই নাই। দুই ভ্রম। 
 
এক সত্য। এক অস্তিত্ব। 
...
Subscribe to কবিতা