Skip to main content

 

প্রতিবাদ করো, প্রতিবাদ করো

রাজার চোখে চোখ রাখো

 

অরাজনৈতিক বোলো না, বোলো না

গণতন্ত্রে কেউ-ই রে ভাই

    অরাজনৈতিক হয় না, হয় না

 

রাজনীতিতে ভয় কী তোমার?

রাজার আসনে বসতে ভয়?

চালকের ভূমিকা নিতে ভয়?

 

রাজা তো নয়

ও তো কথার কথা

মন্ত্রী সবাই

সবাই মিলে মিলেঝুলে

দেশের দশের কথা ভেবে

কিছু ভালো কাজ করলেই হয়

 

এখন দেখো না দেশের হাল

কেউ লাথায়

কেউ বুলডোজারায়

কেউ হাসির কথা বললে

      তাকে পুলিশে শমনায়

 

রাজার বুকে অনেক ব্যথা

  অভিমানের

তোমার বুকেও অনেক ব্যথা

    অবিচারের

 

একটা কথা মোদ্দা জেনো

শক্ত থেকো, মাটি কামড়ে পড়ে থেকো

ন্যায্য যদি বিবেকে লাগে

তোমার স্বার্থে সুর না লাগে

কৃষক, শিক্ষক যেই না হোক

তবুও তাদের পাশে থেকো

জোরসে বোলো, হাম ভি হ্যায়…হাম ভি হ্যায়

 

আমার প্রিয়, তোমার অপ্রিয়

আমার পূজ্য, তোমার ঘৃণ্য

এ সব বড় সেকেলে কথা

নীতিই হল প্রধান ভায়া

সেখানে যদি না পোষায়

বিচার যুক্তি তথ্য সত্য

তারা না যদি গরজায়

উস্কানি খেয়ে কী করবে?

আবেগে ভেসে জল ঘোলাবে

কুমীরে এসে দাঁও মারবে

 

সত্য ছেড়ো না

সত্য ছেড়ো না

 

তোমার যুক্তি চিন্তা নিক্তি

ঘোলা আবেগে বিকিয়ে দিও না

 

গণতন্ত্র বড় বালাই

হাল ধরবে তুমিও আমিও

তবেই সোজা চলবে ভাই

সোজা রেখে মাথা ও কাঁধ

চিল্লিয়ে বলো

অনাচারের রেয়াত নাই

রেয়াত নাই

Category