Skip to main content

 

jashore road.jpg

 

প্রবল বর্ষণে, বিশাল বৃক্ষের অজস্র পাতার মধ্যে একটা অতিক্ষুদ্র, অতিসাধারণ পাতা টিকে থাকার আপ্রাণ চেষ্টা করে, যদিও সে জানে, একটা পাতা ছিঁড়ে গেলে, বৃক্ষের কিছু আসে যায় না, বর্ষারও না, তবু তার তো সব যায়, সে তো বৃক্ষ না, না তো বর্ষা।