Skip to main content

নগ্নতা

আমি নগ্নতার গভীরে ছিলাম
  তুমি আমার নগ্নতাকেই ঐশ্বর্য ভাবলে
...

নিঃশব্দে

নিঃশব্দে তাকিয়ে ছিলে
  কথাই তো দিয়েছিলে
...

শূন্যতা

শূন্যতা বড় আজিব বস্তু....বস্তু?!
তাকে বুকে নিয়ে বেড়াও তো তার থেকে ভারী বস্তু সংসারে আর দুটো নেই।
...

দেখা হয়ে ছিলো

দেখা হয়ে ছিলো
      মনে আছে
মনে-ই রয়ে গেল 
   দেখা হয়ে ছিলো

তাই তো বরাবর ছিল

তাই তো বরাবর ছিল
        যা এখন আছে
আমিই চেয়েছিলাম অন্যরকম হোক
...

প্রেম

আজ সকালেই হাবুডুবু খাওয়া প্রেমে পড়েছি,
জানতে চাইছ কার?
...

অবিন্যস্ত

তোমার অবিন্যস্ত চুল সব এলোমেলো করে দিয়ে গেল
আমার ঘর জুড়ে যে সাজানো গোছানো শান্তি ছিল
...

মাটির প্রদীপ

মাটির প্রদীপটাই হারিয়েছি শুধু
  সে দীপের আলো-তাপে ঘিরে আছি আজও

নিজের হৃৎপিণ্ডটা

এমনই একটা ভোরের অপেক্ষায় বেঁচে আছি
   এক হাতে নিজের হৃৎপিণ্ডটা আগলে
                আরেক হাতে তোমায়

(ছবিঃ সমীরন নন্দী)

যুদ্ধবিরতি

একটু বিশ্রাম চাইছি
মহিলা জননাঙ্গের উপর একটা সাদা পতাকা থাক

একটু যুদ্ধবিরতি চাইছি

 
 
Subscribe to পরমাণু কবিতা