Skip to main content

তুমি বলেছিলে

তুমি বলেছিলে -
  "মানুষের ধর্ম বিশ্বাস না থাকলে, ঈশ্বরে বিশ্বাস না থাকলে মানুষ পশু হয়ে যাবে।"
...

নীরবতা

খানিক চুপ করে থাকলেও তো পারতে
ভুলে যাও কেন 
...

পানকৌড়িটা

শান্ত হও
এখনও পানকৌড়িটার ডানাদুটো মেলা
...

আস্তিক

যদি সত্যিই হৃদয়ে হাত রেখে সত্যি কথা বলাই ধর্ম হয়,  তবে হে ঈশ্বর আমায় আস্তিক হওয়ার আদেশ দিলে কেন?

নগ্নতা

আমি নগ্নতার গভীরে ছিলাম
  তুমি আমার নগ্নতাকেই ঐশ্বর্য ভাবলে
...

নিঃশব্দে

নিঃশব্দে তাকিয়ে ছিলে
  কথাই তো দিয়েছিলে
...

শূন্যতা

শূন্যতা বড় আজিব বস্তু....বস্তু?!
তাকে বুকে নিয়ে বেড়াও তো তার থেকে ভারী বস্তু সংসারে আর দুটো নেই।
...

দেখা হয়ে ছিলো

দেখা হয়ে ছিলো
      মনে আছে
মনে-ই রয়ে গেল 
   দেখা হয়ে ছিলো
Subscribe to পরমাণু কবিতা