sumanasya
18 June 2025
বললাম, যাও, বাইরে যাও। প্রখর রোদে, দাঁড়িয়ে থাকো সারাটা দুপুর।
তুমি দাঁড়িয়ে রইলে।
বললাম, যাও, বাইরে যাও। এ ভীষণ ঝড়বৃষ্টির রাতে, দাঁড়িয়ে থাকো সারাটা রাত।
তুমি দাঁড়িয়ে রইলে।
বললাম, বলো, আমাকে ভালোবাসো তুমি, ভীষণ ভালোবাসো।
তুমি বললে। নির্দ্বিধায়। নিঃসঙ্কোচে। চোখে চোখ রেখে।
আমি পরক্ষণে তোমার মৃত্যুর আকাঙ্খা করলাম।
আমার হৃদয়জুড়ে মৃত্যুর তুষারপাত দেখে।