Skip to main content

নিঃশব্দ যাতনা

ক্ষমাহীন আড়ষ্ট সংসার 
স্রোত নাই, 
   প্লাবন চারিধার
...

অবকাশ

কিছুটা অবকাশ আমার জন্য রেখো

উদগ্রীব অপেক্ষাহীন

যদি না আসি
...

একা হয়ে যাচ্ছে

কেউ বুঝতে পারে না
তারা গ্রহ নক্ষত্র 
পাহাড় নদী জঙ্গল
...

বিন্দুতে

মানুষটা একটা 
    স্থির বিন্দুতে
        দাঁড়িয়ে
...

এখন থেকে

এবার থেকে
এখন থেকে
অল্প অল্প করে আঁশ ছাড়িয়ে নাও
...

তখন মাছরাঙাটা উড়ে গেলেও

ব্যাটারি ড্রেন হয়ে আসার শব্দ শুনতে পাও না
  জানো না কতক্ষণ নেটওয়ার্ক স্বাভাবিক থাকে এদিকে
...

ওকে গিয়ে বলো

সূর্য নামা আগুন বৃষ্টিতে দাঁড়িয়ে 
   যে বাড়িটা পুড়ছে
      মাঠে দাঁড়িয়ে একা
...

যিনিই আসুন

যিনিই আসুন
যিনিই জিতুন
যিনিই যান
...

হাত ধরো মন

অন্ধকারে দাঁড়িয়ে 
এক আকাশ তারা
শিশিরসিক্ত ঘাসেদের শরীর
...
Subscribe to কবিতা