Skip to main content

তত দূর নিয়ে চলো,

     যত দূর সঙ্গে যেতে পারো

 

ততটাই দূরে যাও,

    যতটা দূরে গেলে

         আমি কাছে যেতে পারি

                        চাইলেই

 

অন্ধকার আসবে জানি

ততটাই কঠোর হোয়ো

যতটা দুর্বল আমি

      মূলহারা করি নিজেকেই

 

তুমি ছাড়া কিছু নেই আমার

ততবার মনে করিও

   যতবার নিঃসম্বল

      করি নিজেকে

          হারিয়ে হারিয়ে

                     সর্বস্বই

Category