Skip to main content

 

007.jpg

 

এক রবিবার বিকেলে বন্ধুরা কয়েকজন মিলে চাকদার ওদিকে কোনো এক গ্রামের ভিতর গেছি। গ্রাম ছাড়িয়ে গঙ্গার ধারে পৌঁছালাম। বেশ ঝোপঝাড় চারদিকে। মাঝে সরু রাস্তা। হঠাৎ আমাদের মধ্যে একজন বলে উঠল, আরে ওদিকে চিতা.... ওই দেখ চিতা।

অমনি আমাদের মধ্যে একজন জ্ঞানী মানুষ বলল, এক তো ভারতে চিতা হয় না। দুই, হলেও এই মদনপুর, চাকদার জঙ্গলে তার আসার কোনো সম্ভাবনাই তো দেখছি না। তাছাড়া এ তো কুনোর জঙ্গল না, যে আমদানি করে এখানে আনবে।

তখন সে চিতাদর্শী বন্ধুটি বলল, আহা, নিজের চোখে এসে দেখোই না, ভারতে মেলে কি না মেলে বুঝে যাবে।

আমরা এগিয়ে গিয়ে দেখি, এ চিতা তো সে চিতা নয়। মানে ইংরেজি বানানে যা চিতাহ্‌। তা তো নয়। এ তো সেই "চিতাতেই সব শেষ" গানের চিতা। সে চিতা দেখে চিত্তির লাগার জোগাড়। ভাগ্যে কেউ এই মুহূর্তে এখানে ভবলীলার অন্তিমলীলায় শায়িত নন।

সে সব ভাবতে ভাবতেই চিতা নিয়ে চিন্তাটা মাথায় এলো আর কৃত্রিম বুদ্ধিমত্তার চিন্তায় চিত্রও হয়ে গেল।