sumanasya 29 July 2025 আষাঢ়ের আকাশ হল বৃন্দাবনের কুঞ্জবন। দশদিক উজাড় করে দাঁড়ালেন নীল নবঘন শ্যাম। আশ্রমে বেজে উঠল সন্ধ্যা আরতির ঘন্টা, কাঁসর, শঙ্খ। স্নিগ্ধ শান্তি জন্মালো মাটির সোঁদা গন্ধের মত। পঞ্চপ্রদীপের শিখায় জ্বলে উঠল ব্যথা, আনন্দ, আশা, প্রজ্ঞা আর প্রেম। Category চিন্তন Log in or register to post comments2 views