sumanasya
10 July 2025
যাঁকে আমি খুঁজে পাই
তিনি নন
যিনি আমাকে খুঁজে নেন
তিনি
যাঁকে আমি প্রকাশ করি
তিনি নন
যিনি নিজেকে নিজে প্রকাশ করেন
তিনি
যাঁকে আমি গ্রহণ করি
তিনি নন
যিনি আমাকে গ্রহণ করেন
তিনি
যাঁর বাণী বাক্যের শৃঙ্খলে ঝঙ্কারিত
তিনি নন
যাঁর হিমালয়সম মৌনতা
আমার স্তব্ধতাকে মাধুর্যমণ্ডিত করে
তিনি
যাঁর চৌকাঠ
আমার শোক-দুঃখ-বিষাদ পেরোতে পারে না
তিনি তিনি তিনি