Skip to main content

যদি বাসা বাঁধো

আমিই জোগাড় করে দেব সব

আমার সর্বস্ব দিয়ে

পাখি যেমন খড়কুটো মুখে করে আনে

 

এনে দেব

 

যদি বাসা ভাঙো

ভাঙব তোমার সঙ্গে

ঝড়ের মত নিষ্ঠুর আনন্দে নয়

ভেঙে যাওয়া পাড়কে যেমন ছেড়ে দিতে হয়

    তেমন যন্ত্রণায়

 

তোমার যাওয়া আসা

  থাকা, না থাকা

      বড় কথা নয় আর

 

তুমিই দিগন্তলীন

            পূর্ব পশ্চিম আমার

 

সূর্যোদয় আর সূর্যাস্তের

        সবটুকু আলো

Category