sumanasya
11 September 2025
যদি বারবার বলি
ভালো নেই
অভ্যাস হয়ে যাবে
যদি বারবার বলি
সব ঠিক আছে
সেও অভ্যাস হয়ে যাবে
যদি বারবার নিজের দিকে তাকাই
পাগলে জাপটে ধরবে
যদি বারবার..
বারবার....
বারবার.....
কী? কেন? কেন হাঁ করে তাকিয়ে আছ
শুনবে বলে? কেন? কেন?
যদি বারবার এই বলে যাওয়া, করে যাওয়া
হঠাৎ থামিয়ে দিই
আচমকা পাঁচিল থেকে পড়া বেড়ালের মত থমকে দাঁড়াই
পালিয়ে যাবে। ভয় পাবে। কিম্বা ঢিল তুলবে।
তারপর আবার কোনো খাঁচা নিয়ে আসবে
বলবে বারবার....
এসো.... এসো.... এসো....