Skip to main content

যদি বারবার বলি

   ভালো নেই

 

অভ্যাস হয়ে যাবে

 

যদি বারবার বলি

   সব ঠিক আছে

 

সেও অভ্যাস হয়ে যাবে

 

যদি বারবার নিজের দিকে তাকাই

 

পাগলে জাপটে ধরবে

যদি বারবার..

           বারবার....

                  বারবার.....

 

কী? কেন? কেন হাঁ করে তাকিয়ে আছ

    শুনবে বলে? কেন? কেন?

 

যদি বারবার এই বলে যাওয়া, করে যাওয়া

              হঠাৎ থামিয়ে দিই

আচমকা পাঁচিল থেকে পড়া বেড়ালের মত থমকে দাঁড়াই

 

পালিয়ে যাবে। ভয় পাবে। কিম্বা ঢিল তুলবে।

 

  তারপর আবার কোনো খাঁচা নিয়ে আসবে

          বলবে বারবার....

    এসো.... এসো.... এসো....

Category