হে রাম, আমার এই প্রার্থনা
আমার মধ্যে যেন লঙ্কা দহনের ইচ্ছা না জাগে
ন্যায় প্রতিষ্ঠা করতে। ভালোবাসাকে পুনরুদ্ধার করতে।
হে রাম, আমার এই প্রার্থনা
আমি যেন আমার উজ্জ্বল ভালোবাসাকে অরণ্যে নির্বাসিত না করি, যে কোনো প্ররোচনায়,
কারণ ভালোবাসাহীন সব কর্তব্যই ফাঁস
হে রাম, আমার এই প্রার্থনা
আমি যেন আমার একনিষ্ঠ প্রেমকে ত্যাগ না করি
কোনো পাতালেই, যে কোনো নীতির কারণেই
কারণ সব নীতিই প্রেমহীন হলে শুষ্ক মরীচিকা
হে রাম, আমাকে শরণাগত রাখো
আমি যেন সুগ্রীব, বিভীষণকে স্বনির্ভর করতে পারি হৃত মান পুনরুদ্ধারের জন্য
প্রতিহিংসাপরায়ণ না হতে গুপ্তচরের মত
হে রাম, আমার চিত্তের সব প্রতিহিংসা বিনষ্ট হোক
এই শুভ লগ্নে
আমি যেন নীলকণ্ঠের পদাম্বুজে আশ্রয় পাই
সব বিষ কণ্ঠে ধারণ করতে
জগদম্বার কৃপাবলে
এক বিন্দু প্রতি-অনিষ্ট না করে
সংসারের দুর্বলতম প্রাণীরও
[6 April 2025]