Skip to main content

 

কারণ আর কিছু না

আমি ভয় পাই

 

এটা মেনে নিতে পারি না

সূর্যোদয় আর সূর্যাস্তের রঙের মত

সত্য আমার অবশবর্তী

 

আমি সত্যকে ভয় পাই

সত্যের তুচ্ছাতিতুচ্ছ দাবীদাওয়াকে ভয় পাই

 

মিথ্যার আঁতুড়ঘরে

যে সভা, যে জলসা, যে ক্রীড়ার আয়োজন করি

নম্রভাবে যে সব অঙ্গীকার, প্রতিশ্রুতি স্বীকার করি

সে সব আমার স্বপ্ন আর জাগরণের

লুকোচুরি খেলা

 

সত্য নির্লজ্জ

আমি নই,

এইটুকু মানের আশায়

ঈশ্বরের বিচারে আশা রাখি

 

ঈশ্বর সত্যের আরেক নাম তো নয়

লজ্জার পরশ গায়ে দিয়ে

আমি যাকে বানিয়েছি

সে আমার বিচার করার আগে জানে

তার হায়াটুকু আমারই আদরে

             আজও মহিমান্বিত

 

সত্য বেহায়া, নির্লজ্জ, অমানবিক অকপট

     সত্য ঈশ্বরের নাম নয়

        মানুষের সাধন নয়

হায়াটুকু রাখতে পারি বলেই

    আমার মান। আমার ভয়। আমার দাসত্ব।

Category