sumanasya
9 September 2025
এমনভাবে বিছিয়ে রেখেছি নিজেকে
এতটুকুতেই এত বিরক্তি তাই
রোজই ভাবি গুটিয়ে নেব এবার
আমারই বুকে আমারই লক্ষ চাঁই
এমনভাবে বাড়িয়ে রেখেছি নিজেকে
নিজের সীমানায় নিজেরই অস্তাচল
দশ দিগন্তে পেয়াদা নিয়ে ছুটি
নিজের থেকে ছুটি কোথায় বল
এমনভাবে বুঝিয়ে রেখেছি নিজেকে
বুঝের বোঝা আগলে দিন রাত
একটু যদি বেসামাল হই বেখেয়ালে
তরী আমার একদিকে কুপোকাত
এমনভাবে চলবে যে আর কতদিন
কতদিন আর এ পোড়া নেশার ঘোর
এমনভাবে তুঙ্গে তুলেছি নিজেকে
নিজের ঘরে নিজেই হয়েছি চোর