Skip to main content

 

এমনভাবে বিছিয়ে রেখেছি নিজেকে

এতটুকুতেই এত বিরক্তি তাই

রোজই ভাবি গুটিয়ে নেব এবার

আমারই বুকে আমারই লক্ষ চাঁই

এমনভাবে বাড়িয়ে রেখেছি নিজেকে

নিজের সীমানায় নিজেরই অস্তাচল

দশ দিগন্তে পেয়াদা নিয়ে ছুটি

নিজের থেকে ছুটি কোথায় বল

এমনভাবে বুঝিয়ে রেখেছি নিজেকে

বুঝের বোঝা আগলে দিন রাত

একটু যদি বেসামাল হই বেখেয়ালে

তরী আমার একদিকে কুপোকাত

এমনভাবে চলবে যে আর কতদিন

কতদিন আর এ পোড়া নেশার ঘোর

এমনভাবে তুঙ্গে তুলেছি নিজেকে

নিজের ঘরে নিজেই হয়েছি চোর

Category