মানুষকে মারতে কোনোদিন যুক্তির অভাব হয়নি। কারণের অভাব হয়নি। অস্ত্রের অভাব তো হয়ইনি। হাজার হাজার শিশুকে সীমাহীন মৃত্যু যন্ত্রণার স্বাদ পাইয়ে নিথর করে দেওয়ার মধ্যেও কোনো দুর্নীতির প্রশ্ন ওঠে না। ত্রাণের সামগ্রী না পৌঁছালেও বোমাবারুদ পৌঁছে যায়। এ মৃত্যু, কোনো দুর্ঘটনায় নয়, যে ত্রুটি শুধরে নেব। এ তো সুপরিকল্পিত মৃত্যুর মিছিলে উল্লাসের অট্টহাসি। এগুলো সহ্য করব বলেই তো চোখ, কান খোলা রেখে বেঁচে আছি। এগুলো পড়ব বলেই পড়াশোনা শেখা। এগুলোর জাস্টিফায়েড ব্যাখ্যা শুনব বলেই তো বুদ্ধির শাণিত ঝলকানির গর্বে আমোদিত হওয়া। মৃত্যু? সে তো বসন্তের হাওয়া। শিশুদের শবের সারি? সে তো বসন্তের ঝরে যাওয়া ফুল। তার মালা গেঁথে নিজের গলায় পরে বসে আছে আমার এ সময়। বিচার চাইছে। দুর্বল বিবেকের কাছে। কোনো দুর্বল যুক্তির মানুষ, বিবেকের সবলতায় দাঁড়িয়ে নেই আজ কোনোদিকে, যে প্রায় উলঙ্গ শরীরে, খালি পায়ে বর্বরের চোখে চোখ রেখে বলবে, নির্লজ্জ নরঘাতক!