sumanasya
12 September 2025
তর্ক থাক
সে তো যুক্তির শেষ ঘোড়া নয়
সে ক্ষুব্ধ সংঘাতের ঝনঝন
যুক্তির শেষ ঘোড়া
যেখানে সীমানার শেষ প্রান্তে দাঁড়িয়ে
অস্তগামী সূর্যের সামনে মাথা নোয়ায়
সেখানে নিয়ে চলো আমায়
আমি শ্রান্ত শরীরে
ধীরে ধীরে শীতল হয়ে আসা মাটিতে বসি
হৃদয়
উঠে দাঁড়াক
সীমানা পেরিয়ে যাক অনায়াসে
রাতের শিশিরে ভেজা
চন্দনের গন্ধ লাগা কয়েকটা বেলফুল নিয়ে আসুক
আমার কপালে ছোঁয়াক
আমি সূর্যোদয়ের আনত অপেক্ষায় বসে থাকি
আমার মাথার উপর জেগে থাকা অগণ্য তারাদের নিয়ে
অনাদি কালের পথে
যাদের নিঃশব্দ নির্ভীক পাদচারণ
মন্ত্রোচ্চারণের মত বলে চলেছে
অস্তি ভাতি প্রিয়
অস্তি ভাতি প্রিয়
অস্তি ভাতি প্রিয়
শান্তি শান্তি শান্তি