Skip to main content

মানুষ মানে বিষ, জানো না?

   মানুষ মানে, ওঝাও তো

 

মানুষ মানে ফাঁদ, জানো না?

   মানুষ মানে, ফাঁদ কেটে দেওয়া গণপতির ইঁদুরও তো

 

মানুষ মানে ঘৃণা, জানো না?

    মানুষ মানে বিপন্ন প্রাণে প্রলেপ দেওয়া সান্ত্বনাও তো

 

মানুষ মানে ষড়যন্ত্র, স্বেচ্ছাচার, দুর্নীতি, জানো না?

   মানুষ মানে লোকতন্ত্রও তো

 

সে লোক যদি ঘুমায়?

   জাগবে

 

জেগেও যদি ঘুমায়?

মানুষ মানে চিরকালই অসম্ভাবিত বাঁকও তো

Category