Skip to main content

 

শাখাপ্রশাখা, দুর্নীতির কথা বলল। গণশত্রু, কুসংস্কারের কথা বলল। আগন্তুক, সভ্যতাকে ভিন্ন দৃষ্টিভঙ্গীতে দাঁড় করালো। প্রশ্ন করল। জনজাতির সভ্যতা আর এই আধুনিক সভ্যতাকে মুখোমুখি দাঁড় করালো। কে বেশি মানবিক?

আগন্তুকের উৎপল দত্তের চরিত্র ছিল কাল্পনিক। কিন্তু ডঃ কপিল তিওয়ারির চরিত্র কাল্পনিক না। ২০২০ সালে লোকসাহিত্য নিয়ে কাজ করার জন্য পদ্মশ্রী পান। কথাটা সেটাও না। আদিবাসীদের সঙ্গে কাজ করতে গিয়ে জীবনকে যেভাবে দেখেছেন সেই কথা বলছেন। কীভাবে নিজের জীবন বদলে গেল সেই কথা বলছেন। দেখতে দেখতে মনে হল যেন আগন্তুকের চিত্রনাট্যহীন রূপের সামনে দাঁড়িয়ে।

সত্যজিৎ রায় জীবনের শেষ সিনেমায় কেন আমাদের সভ্যতাকে নিয়ে প্রশ্ন করে গেলেন, কেন আমাদের আদিবাসীদের সভ্যতার দিকে তাকানোর দিশা দিয়ে গেলেন সেটা ভাবার। আমাদের আধুনিক সভ্যতা যে আবিলতায় ঢুকে যাচ্ছে রোজ রোজ তার থেকে বেরোনোর উপায় কি তবে সেই জনজাতির কাছেই আছে? ডক্টর তিওয়ারির কথাগুলো শুনে মনে হল সত্যজিৎ রায় এঁকেই সেদিন দেখিয়েছিলেন হয় তো বা।

সাক্ষাৎকারটা শুনে দেখতে পারেন। ভালো লাগতে পারে। বোধের ডিটক্সিফিকেশন হলেও হতে পারে। আরাম লাগল শুনে।

LINK: (192) Rediscovering Ancient Wisdom: Gond & Baiga Tribes | Dr. Kapil Tiwari | #SangamTalks - YouTube