Skip to main content

 

যুক্তি কহিল উচ্চে

    চড়া সুর করি

যেথায় যতেক ধাঁধা

   ত্বরা ফেলি ধরি

 

জীবন কহিল বাছা

    মিথ্যা নাহি কহ

কেবল আমাকে বুঝিতে ভাই

   অন্ত অবধি সহ

Category