Skip to main content

 

শোক এসে দাঁড়ালো বিষাদের সামনে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বিষাদ বলল, এতদিন পর এলে?

শোক বলল, নিঃসঙ্গ হয়ে পড়ছিলাম।

বিষাদ বলল, বোসো।

 

==========

 

সংসারে সব চাইতে বড় দুর্ঘটনার পর সে সংসারে মন আরো বেশি দিল।

সবাই বলল নির্লজ্জ, বেহায়া।

সে উত্তর দিল না। কেন দেবে? জীবিত মানুষের ভাষা মৃতেরা বোঝে নাকি?

 

==========

 

ঈশ্বরের সঙ্গে দরদাম করে মন্দির থেকে বেরোলো। বাড়ি ফিরে বুঝল, কোথাও কোনো ছাড় দেননি ঈশ্বর। জীবনও দরদামে সাড়া দেয়নি। অভিযোগগুলো বেড়ালের মত ঘরে ঘুরে বেড়ায়। দেওয়ালে তাদের ছায়া কখনও গণ্ডারের মত, কখনও ইঁদুরের মত। লোকটা ছায়া দেখে দেখে আবার দরদামের খাতা বার করে। ঈশ্বরকে বলে কাল আসব। জীবনকে বলে কাল আসব। কাল লোকটার ছাদে এক্কাদোক্কা খেলে আজকের সঙ্গে। আজ বলে, আজকেও ডাকল না আমায়।