sumanasya
6 July 2025
আজকাল Peer Effect নিয়ে প্রচুর কথা হয়। হয় তো বা ১৯৭০ এর কাছাকাছি এই কথাটা নিয়ে আলোচনা শুরু হয়।
রবীন্দ্রনাথের লেখায় এ 'টার্মটা' ছিল না, কিন্তু বিষয়টা যে দুশ্চিন্তার কারণ সে নিয়ে সতর্ক প্রায় একশো বছর আগেই করে গেছেন। এই যে -
"দশের ইচ্ছা যদি কেবল বাইরে থেকে তাড়না করে তবে তাকে কাটিয়ে ওঠা যায়, কিন্তু সে যখন আমারই ইচ্ছা-আকার ধরে আমারই চূড়ার উপরে বসে হাল চেপে ধরে, আমি যখন জানতেও পারি নে যে বাইরে থেকে সে আমার মধ্যে সঞ্চারিত হয়েছে, তখন তার সঙ্গে লড়াই করবার ইচ্ছামাত্রও চলে যায়।
এতবড়ো একটা সম্মিলিত বিরুদ্ধতার প্রতিকূলে আমার একলা মনের ইচ্ছাটিকে জাগিয়ে রাখতে হবে, এই হয়েছে আমার কঠিন সাধনা।"